র্যাংকস এফসি’র কর্মী ও গ্রাহকদের সেবা দেবে হোম হসপিটাল
করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় যখন অধিকাংশ হাসপাতাল পরিপূর্ণ, তখন বাসায় গিয়ে রোগীদের সেবা দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হোম হসপিটাল।
দেশের অন্যতম শীর্ষ ডেভলপার প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড এর সকল কর্মী এবং গ্রাহকদেরও অগ্রাধিকারভিত্তিক সেবা দেবে হোম হসপিটাল।
এমনকি কোভিড টেস্ট এর স্যাম্পলও সংগ্রহ করবে বাসা থেকে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। র্যাংকস এফসি প্রোপার্টিস এর পক্ষে সিইও তানভীর শাহরিয়ার রিমন ও হোম হসপিটালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন।
তানভীর শাহরিয়ার রিমন বলেন, করোনার ক্রান্তিকালে বাসায় চিকিৎসা সেবা পাওয়া সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমাদের গ্রাহকদের প্রয়োজনেও আমরা পাশে থাকতে চাই। আমরা হোম হসপিটালের কাছে কৃতজ্ঞ, এ ধরনের অগ্রাধিকার সেবা প্রদানে এগিয়ে আসার জন্য।