আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করেছে
আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করেছে। গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, ডা. রাবেয়া আক্তারসহ হাসপাতালের অন্য চিকিৎসকরা। এ সময় নারীদের সব ধরনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেয়া হয়। হেলথ ক্যাম্পের পাশাপাশি নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।