South east bank ad

বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশদের প্রতি আহ্বান

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশদের প্রতি আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ীদের, বিশেষ করে বাংলাদেশী বংশোদ্ভূতদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার বিদেশী সরাসরি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকে বিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ইউকে-বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং প্রেসিডেন্ট এমজি মৌলা মিয়া তিনদিনের সফরে বাংলাদেশে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ দূত প্রতিনিধি দলকে ম্যাক্রো অর্থনৈতিক অগ্রগতি, বিনিময় হার, রিজার্ভ, রফতানি, বন্দর পরিচালনা হার প্রভৃতি সম্পর্কে অবহিত করেন এবং বিনিয়োগকারীদের জন্য আরো সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে নেয়া পদক্ষেপগুলোর বিষয়ে জানান। তিনি শ্রম সংস্কার, গার্মেন্টস খাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার যাত্রা নিয়ে প্রশ্নের উত্তর দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। দয়া করে প্রশ্ন করে যান। দয়া করে এসে নিজ চোখে দেখে যান। আর যদি দেখে ও শুনে ভালো লাগে, তাহলে দয়া করে এ বার্তাটি ছড়িয়ে দিন।’

বৈঠক শেষে ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুপা হক জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এজন্য তারা বিনিয়োগ-সহায়ক পরিবেশ চায়।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে।এক্ষেত্রে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমরা এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

ব্রিটিশ সরকারের এ এমপি বলেন, বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে। এর মধ্যে অনেকেই বাংলাদেশে তাদের ব্যবসা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ জানান, এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধি করা। এ সফরের মাধ্যমে আপাতত কৃষি, ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ আসবে। সভাপতি এমজি মৌলা মিঞা জানান, এরপরও আরো বিনিয়োগ আসবে। এটি প্রাথমিক পর্যায়।

বৈঠকে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক, ইউকে বিসিসিআইয়ের সভাপতি এমজি মৌলা মিঞা এমবিই, প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ, মিডল্যান্ড রিজিয়ন সভাপতি ইমাম উদ্দিন আহমেদ, সদস্য আবু সুফিয়ান রনি, ফখরুল ইসলাম চৌধুরী, এমএ কাদির, ব্যাংক অব এশিয়ার পরিচালক আশরাফুল হক চৌধুরী, সুরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ওয়াইউ জিয়ং, স্পিনর টেক লিমিটেডের প্রধান কর্মকর্তা কেন সু ও পরিচালক ইভা ঝাং, ম্যাট ট্যাম, গিনি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিন্দ্র জাং লামিছানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: