শিরোনাম

South east bank ad

সিঙ্গাপুরের খ্যাতনামা বিভিন্ন স্ট্যাটআপ প্রতিষ্ঠান পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

 প্রকাশ: ১৯ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

সিঙ্গাপুরের খ্যাতনামা বিভিন্ন স্ট্যাটআপ প্রতিষ্ঠান পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ঢাকা: ১৯ মে ২০২২
সিঙ্গাপুরে সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে সিঙ্গাপুরের

সিঙ্গাপুরের খ্যাতনামা বিভিন্ন স্ট্যাটআপ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী শীর্ষস্থানীয় স্টার্টআপ 'গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক '(GEN Singapore), স্টার্টআপের জন্য ন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন হিসেবে খ্যাত 'অ্যাকশন কমিউনিটি ফর এন্টারপ্রেনারশিপ' (ACE),
সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারী সংস্থা 'এন্টারপ্রাইজ সিঙ্গাপুর' পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাদের সাথে স্টার্টআপ খাতের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে
বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করা বিষয়ে প্রতিষ্ঠান সমূহের নীতিনির্ধারকদের সাথে বিস্তারিত ভাবে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের স্টার্টআপ ইকোসিস্টেম সম্পর্কে আরও অধিকতর ধারণা লাভের জন্য JTC লঞ্চপ্যাড এবং
সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও উদ্ভাবকদের খ্যাতনামা প্ল্যাটফর্ম 'Eight Mercatus পরিদর্শন করেছেন, এ সময় সংশ্লিষ্টদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়াও তিনি Nervotec, Neuome Peptides, Time Medical, A top venture capital firm "Quest Ventures", ACKTECH, AYOSE
স্ট্যাটআপ প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্টার্টআপ খাতের উন্নয়নে বিকাশে করণীয় বিষয় নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করেন।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের উইমেন এন্টারপ্রেনারশিপ ( WE) এর প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিতি ছিলেন।
শহিদুল আলম মজুমদার ,জনসংযোগ কর্মকর্তা ,আইসিটি বিভাগ।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: