ব্যস্ততার মাঝেও ছোট বোনকে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ শিকার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ছিপ দিয়ে মাছ শিকার করছেন—এমন একটি ছবি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ছবি পোস্ট করা হয়।
ওই পোস্টে লেখা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পরে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’
আওয়ামী লীগের পেজে পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ছড়াছড়ি সেখানে। মো. জাহিদ হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘অনেক সুন্দর মুহূর্ত।’
মো. গোফরান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘আল্লাহ যেন নেত্রীর দীর্ঘ হায়াত দান করেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ’