South east bank ad

বীর মুক্তিযোদ্ধা হত্যাকারীদেরও বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বীর মুক্তিযোদ্ধা হত্যাকারীদেরও বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের মনের দাবি ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই দাবি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করিয়েও দেখিয়ে দিয়েছেন। আমি আশা করি, বীর মুক্তিযোদ্ধাদের কারণে-অকারণে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সেই বিচারটিও আমরা দেখতে পাবো।

সোমবার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ আয়োজিত ‘৭ নভেম্বর: বীর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। খুনিদের তাদের ধারণা ছিল, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত হবে, তিনিই বাংলাদেশকে দাঁড় করাতে পারবেন। তাদের ধারণা যথার্থই ছিল। বঙ্গবন্ধুকন্যা আবার বাংলাদেশকে দাঁড় করিয়েছেন। তাকে ১৯ বার, আমার হিসেবে ২০ বার হত্যাচেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে যে চার নেতা মুক্তিযুদ্ধের সময় দেশ পরিচালনা করেছিলেন তাদেরও হত্যা করেছে তারা। ৭ নভেম্বর একটা বিপ্লবের নাম করে এই যে কতগুলো সন্তানের বাবাদের হত্যা করা হলো, তাদের ডেড বডি কোথায় ছিল, সেটিও তাদের পরিবার জানে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। তাদের মৃত্যুর পর ডেড বডি তাদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিয়েছি। এটাও ঐ বিপ্লবের সময় হত্যার শিকার হওয়া ব্যক্তিদের সন্তানদের ভাগ্যে জোটেনি। তারা আজ এই হত্যার বিচার চাইছে। তারাই হাইকোর্টে একটি আবেদন করেছে, সেটির রুল জারি হচ্ছে। আমরা আশা করি, তাদের বিচার তারা জীবিত থাকতেই দেখে যাবে।

তিনি বলেন, কথায় কথায় মুক্তিযোদ্ধাদের হত্যা করা, তাদের একটি বিরূপ অবস্থানে দাঁড় করানো, এই ষড়যন্ত্র, এই রক্তের হোলি খেলা যারা করছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য একটা তদন্ত কমিটি হচ্ছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: