South east bank ad

রিজার্ভের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করে সরকার: প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রিজার্ভের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করে সরকার: প্রধানমন্ত্রী

রিজার্ভের অর্থ অলস বসিয়ে না রেখে জনগণের কল্যাণে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রিজার্ভ নিয়ে ওঠা নানা সমালোচনার জবাবে তিনি বলেন, রিজার্ভের টাকা নিয়ে সরকার অলস বসে থাকবে না। অর্থ জনগণের কল্যাণেই ব্যবহার করা হবে, সমসময়ই তা করা হয়েছে

 সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। নবনির্বাচিত ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথবাক্য পাঠ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

নিজের বক্তব্যে বিএনপি শাসনামল এবং বর্তমান সময়ের রিজার্ভের পরিমাণের তুলনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রিজার্ভের টাকা খরচ হয়েছে মানুষের কল্যাণে, তাদের প্রয়োজন মেটাতে। রিজার্ভ সবসময় খরচ হতে থাকে, এটা চলমান প্রক্রিয়া। করোনা মহামারীর সময় আমদানি, রফতানি, যোগাযোগ, যাতায়াত সবকিছু একরকম বন্ধ ছিল বলেই রিজার্ভ জমা বেড়েছিল। কিন্তু সংক্রমণ কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করলে আবার খরচ শুরু হয়। আমদানি, রফতানি, এমনকি চাষবাষের জন্য যন্ত্রপাতি কিনতে, কভিড প্রতিরোধী টিকা ও বিনামূল্যে পরীক্ষা করানোসহ আনুসাঙ্গিক খাতেও রিজার্ভের টাকা খরচ হয়। মানুষের কল্যাণেই এ অর্থ ব্যবহার হয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোগান্তি কমাতে হবে। আমরা জনকল্যাণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং তার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বিরাট দায়িত্ব রয়েছে। এলাকায় কী অসুবিধা আছে,মানুষের জন্য কী করা যায়, উন্নয়নের জন্য কী করা যায় তা আপনাদের ভাবতে হবে। কে ভোট দিল, আর কে কোন এলাকার ভোটার তা দেখা যাবে না। প্রধানমন্ত্রী নিজেও কখনো এ বৈষম্য করেননি উল্লেখ করে বলেন, আমি সার্বিক উন্নয়নের ব্যবস্থা নিয়েছি, প্রতিটি মানুষ যাতে উন্নয়নের ছোঁয়া পায় সে ব্যবস্থা আমরা নিয়েছি।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: