শিরোনাম

South east bank ad

ভাষা শহীদদের প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

ভাষা শহীদদের প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি আজ অমরএকুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সৌদি আরবের রিয়াদস্হ বাংলাদেশ দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। স্মৃতি বিজড়িত এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের। আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন ও কারাবরণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কারা অভ্যন্তরে থেকেই এ আন্দোলনকে বেগবান করেছিলেন।

বঙ্গবন্ধুর নেতৃত্বেই মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ছয়দফা, ৬৯ এর গনঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি তার হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা আস্বাদ লাভ করে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কোভিড অতিমারি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে বাংলাদেশ অর্থনীতি দ্রুত অগ্রসরমান।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বের ১৮৮ টি দেশে আজ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। বাঙালি জাতির জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের।আন্তর্জাতিক এ স্বীকৃতি আদায়ে যারা লড়াই সংগ্রাম করেছেন তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আলোচনা সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: