শিরোনাম

South east bank ad

পণ্যের দাম কমছে ধীরগতিতে, কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে- বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

পণ্যের দাম কমছে ধীরগতিতে, কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘‌নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু সেটি ধীর গতিতে। এক শ্রেণীর ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুদ পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে।’

রংপুরে পীরগাছা কল্যানি ইউনিয়নের অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে গতকাল তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‌ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের অনুমতি দেয়া হয়েছে। এটি অবশ্য কৃষি মন্ত্রণালয় দেখে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশী পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে। ঈদকে ঘিরে আদাসহ দুয়েকটি মসলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে। মসলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর পায়তারা করছে, আমরা সেদিকে খেয়াল রাখছি।’

তিনি আরো বলেন, ‘‌ব্যবসায়ীদের বিরুদ্ধে চাইলে অ্যাকশনে যাওয়া যায় না। তারা যদি সবকিছু বন্ধ করে দেয় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হবে। তাই আমাদের ব্যালান্স করে চলতে হচ্ছে। এর মাঝে ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্টা করছে। তবে আমরাও চেষ্টা করছি যেন তারা সুযোগটা না নিতে পারে। ‌আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল-ডালের সঙ্গে পাঁচ কেজি করে চাল দেব। এতে করে দেশের পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।’

এর আগে মন্ত্রী তার বাসভবনে এলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: