নবায়নযোগ্য বিদ্যুৎ : উৎপাদনের জন্য পাইপলাইনে ৯৯৩০ মেগাওয়াট
নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৯ হাজার ৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপলাইনের রয়েছে। এর মধ্যে ৩০টি প্রকল্পে ১ হাজার ২৬২ মেগাওয়াট এবং ৬ হাজার ৬৬৮ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি এসট্রোপ পিটারসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বিদায়ী রাষ্ট্রদূতকে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নবায়নযোগ্য উৎস হতে ১ হাজার ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ৮২৫ মেগাওয়াটে কিছু বেশি বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি হতে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরো ১ হাজার ২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান চলমান রয়েছে। এছাড়া ৮ হাজার ৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। সবমিলিয়ে ৯ হাজার ৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপ লাইনে আছে। আমরা নবায়নযোগ্য উৎস হতে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী দেশ হতে আমদানি করার প্রক্রিয়াতেও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় নসরুল হামিদ ডেনমার্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ সম্পর্কে আগ্রহের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত অফসোর উইন্ড থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের ব্লু-ইকোনমিতে সহযোগিতা করতে ডেনিশ কোম্পানিগুলো খুবই আগ্রহী বলে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।