বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে জরুরি আইনে ব্যবস্থা নেয়া হবে —বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘যদি কেউ অযৌক্তিকভাবে বাজার নিয়ন্ত্রণ বা পণ্যের দামে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ১৯৫৬ সালের অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহসানুল ইসলাম বলেন, ‘আমি কিন্তু বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি না। আমি বাজারের চাহিদা এবং জোগান নিশ্চিত করছি। বাজার যেন স্থিতিশীল থাকে, মূল্য যেন যৌক্তিক থাকে, সেই চেষ্টা করছি। মূল্য বাড়ানো-কমানো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়।’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রয়োজনে ১৯৫৬ সালে অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কিছুদিন আগে একটি চিনির গুদামে আগুন লেগেছে। তবে তাদের কাছে যে পরিমাণ চিনি মজুদ আছে, আশা করছি তাতে বাজারে চিনির কোনো সংকট হবে না। পত্র-পত্রিকায় দেখছি দু-এক জায়গায় চিনির দাম বাড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। বিক্রেতারা কেউ যেন সেটা না করেন।