‘বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না সরকার’
বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার বিকেলে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত ১৫ বছরে গ্যাস বিদ্যুতের দাম ১৮/১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০/১২ আর বেড়েছে।
উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। আজকে যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেয়া হয়েছে সেটা সেই কারণেই। মানুষের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়ল, এটা আমরা করব না।