এক হাজার টাকার নোট বাতিল নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালউদ্দিন আহমেদ।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিত ভাবে নেয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পরে। বর্তমানে সরকারে ১৮ লাখ কোটি টাকার সত্যি চাপের। এ চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। এর মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে চার বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।