শিরোনাম

South east bank ad

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে মফিদুর রহমান

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে মফিদুর রহমান

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন একই মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন মো. আবদুর রহমান খান। ১৪ আগস্ট সরকার তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরদিন ১৫ আগস্ট আরেক প্রজ্ঞাপনে তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পাঁচ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ নিয়ে আবদুর রহমান খান জানান, তিনি গতকাল বুধবার থেকে পুরোপুরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব অর্থাৎ এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে দ্বৈত শাসনের আশঙ্কার কথা জানিয়ে এক যুগের বেশি সময় ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগটি তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন আর্থিক খাতের বিশেষজ্ঞরা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ আগস্ট বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন চলছে। তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করে দেওয়া উচিত।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ হয়ে গেলে বিভাগটির আওতায় থাকা ব্যাংক ও অন্য প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সদস্য নিয়োগসহ অন্য কাজগুলো তা হলে কে করবে, এমন প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছিলেন, অর্থ বিভাগ করতে পারে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: