শিরোনাম

South east bank ad

২০২৫ সাল থেকে প্রবৃদ্ধি বাড়বে: বিশ্বব্যাংক

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

২০২৫ সাল থেকে প্রবৃদ্ধি বাড়বে: বিশ্বব্যাংক
 

ভূরাজনৈতিক সংকট এবং সুদের হার বৃদ্ধি সত্ত্বেও চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশে স্থিতিশীল থাকবে। এতে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রবৃদ্ধি স্থিতিশীল হবে।

বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট’ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তবে ২০২৫-২৬ সালের মধ্যে, বাণিজ্য ও বিনিয়োগের পরিমিত সম্প্রসারণের পাশাপাশি প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

শনিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অব্যাহত মুদ্রাস্ফীতির চাপকে প্রতিফলিত করে, উন্নত অর্থনীতি ও উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সহজ করার ক্ষেত্রে সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে।

যেমন- আগামী কয়েক বছরে সুদের হার মহামারির আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, আরো বাণিজ্য বিভক্তকরণ এবং ক্রমাগত উচ্চ নীতির হার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর কিছু নেতিবাচক ঝুঁকি রয়েছে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: