শিরোনাম

South east bank ad

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি এ চেক গ্রহণ করেছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন।

এর মধ্যে সিটি ব্যাংক এক কোটি টাকা, সীমান্ত ব্যাংক ২০ লাখ  টাকা, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ টাকা, বাংলাদেশ অর্থনীতি সমিতি এক লাখ টাকা, এনসিসি ব্যাংক পিএলসি দুই কোটি টাকা, র‌্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩ টাকা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দুই লাখ ৮১ হাজার ৫০০ টাকা, সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) এক লাখ ৮৩ হাজার ৭১০ টাকা, মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা দিয়েছে।

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: