১৫ দিনের মধ্যে নতুন বিআইএন নেওয়ার নির্দেশ
নতুন ভ্যাট আইন অনুযায়ী ১৩ সংখ্যার ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) ছাড়া আমদানি-রপ্তানিসহ কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান পুরোনো বিআইএন দিয়ে ব্যবসা করছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ১৩ সংখ্যার বিআইএন দেওয়ার জন্য সব কমিশনারেটকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বৃহস্পতিবার এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ৯ বা ১১ সংখ্যার বিআইএন দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, তাদের ১৩ সংখ্যার নতুন বিআইএন প্রদানের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী ১৫ দিনের মধ্যে এনবিআরকে জানাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন ভ্যাট আইন অনুযায়ী ৯ বা ১১ সংখ্যার বিআইএন গ্রহণকারী ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের ১৩ সংখ্যার নতুন বিআইএন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এখনো কিছু ব্যবসায়ী পুরোনো বিআইএন ব্যবহার করছেন। নতুন বিআইএন ছাড়া আমদানি-রপ্তানি বা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা বৈধ নয়। কিন্তু এনবিআর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে, অনেক প্রতিষ্ঠান এখনো ১৩ সংখ্যার বিআইএন না নিয়ে পুরোনো নিবন্ধন নম্বর ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করছে।
মাঠ পর্যায়ের শুল্ক ও ভ্যাট কর্মকর্তারাও তা গ্রহণ করছেন। এ ছাড়া অনেকেই এ ব্যবসায় নিবন্ধন নম্বর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করেন বলেও অভিযোগ আছে। বর্তমানে সারা দেশে ২ লাখ ৫১ হাজার ৮২৯টি প্রতিষ্ঠানের ব্যবসায় নিবন্ধন আছে। তাদের মধ্যে প্রতি মাসে গড়ে দেড় লাখ প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দেয়।