রেকর্ড রাজস্ব আদায়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিগত ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে দেশের ইতিহাসে রাজস্ব সংগ্রহ কখনো ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়নি। রেকর্ড হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ০৬ শতাংশ পিছিয়ে রাজস্ব আদায়।
বিদায়ী অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে পিছিয়ে থাকলেও ২০২০-২১ অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৫৯ হাজার ৯০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।
রোববার (৭ আগস্ট) সকালে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের (বিদায়ী অর্থবছর) রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সেখানে আমরা আহরণ করতে পেরেছি ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে আমরা ৮ দশমিক ৬ শতাংশ পিছিয়ে আছি। তবে তার আগের অর্থবছর যে রাজস্ব আহরণ করেছিলাম তার থেকে ১৬ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও এই প্রবৃদ্ধি বর্তমানের কিছুটা স্লথ অর্থনৈতিক অবস্থায় খুব বেশি খারাপ, সেটি বলবো না। করজাল বাড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা ট্যাক্স জিডিপি রেশিও কমিয়ে আনতে চাই।
এদিকে চলতি (২০২২-২৩) অর্থবছরে এনবিআরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। অনুষ্ঠানে জানানো হয়, দুই দশক আগে ২০০০-০১ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ১৮ হাজার ৭৭৪ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল ৭৯ হাজার ৪০৩ কোটি টাকা।