South east bank ad

১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা

সেরা করদাতা হিসেবে ২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড প্রদানের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে। ২৮ ডিসেম্বর বেলা ১১টায় অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। গতকাল এনবিআর সূত্র থেকে এ তথ্য জানা গিয়েছে।

২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে ৭৬ জনকে সেরা করদাতা সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। সিনিয়র সিটিজেন করদাতারা হলেন মো. কাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান। গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তালিকায় সেরা করদাতারা হলেন এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মো. নাসিম (অব.)।

প্রতিবন্ধী তালিকায় রয়েছেন আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশিদ ও লুবনা নিগার। নারী সেরা করদাতার তালিকায় রয়েছেন আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান। তরুণ করদাতার তালিকায় রয়েছেন সাফওয়ান সোবহান, আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন গোলাম দস্তগীর গাজী, এসএম আশরাফুল আলম, এসএম শামছুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মর্তূজা। বেতনভোগী তালিকায় সেরা করদাতারা হলেন মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, এমএ হায়দার হোসেন। চিকিৎসক তালিকায় রয়েছেন জাহাঙ্গীর কবির, অধ্যাপক একেএম ফজলুল হক, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা ও এনএএম মোমেনুজ্জামান।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ, নঈম নিজাম। আইনজীবী তালিকায় রয়েছেন শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, নিহাদ কবীর ও আবু মোহাম্মদ আমিন উদ্দিন। প্রকৌশলী তালিকায় রয়েছেন মো. জহুরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আবদুল্লাহ। স্থপতি তালিকায় রয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও ইয়াফেস ওসমান। অ্যাকাউন্ট্যান্ট তালিকায় মাশুক আহমেদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা এফসিএ।

নতুন করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরণ, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাডা, জুমারা বেগম, সাকেব মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

খেলোয়াড় তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান (সোহান)। অভিনেতা-অভিনেত্রী তালিকায় রয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী, পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিল্পী তালিকায় রয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল, কুমার বিশ্বজিৎ। অন্যান্য ক্যাটাগরিতে মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।

এছাড়া ৫৩ প্রতিষ্ঠানকে সেরা করদাতা সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাতে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন ও ডাচ্-বাংলা ব্যাংক। নন-ব্যাংকিং আর্থিক খাতের মধ্যে রয়েছে ইনফ্র্যাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্র্যাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড। টেলিযোগাযোগ খাতে সেরা করদাতা গ্রামীণফোন। প্রকৌশল খাতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক তালিকায় রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের নাম। জ্বালানি খাতে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি ও পেট্রোম্যাক্স রিফাইনারি। পাটশিল্পে সেরা করদাতা আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস ও রোমান জুট মিলস। স্পিনিং ও টেক্সটাইল খাতে কোটস বাংলাদেশ, প্যারামাউন্ট টেক্সটাইল, নাহিদ কটন মিলস, এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ), বাদশা টেক্সটাইলস, অ্যাপেক্স টেক্সটাইলস ও এন জেড টেক্সটাইল।

ওষুধ ও রসায়ন খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সেরা করদাতা মিডিয়াস্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া ও টাইমস মিডিয়া। আবাসন খাতের সেরা করদাতা বে ডেভেলপমেন্টস, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াল।

তৈরি পোশাক ক্যাটাগরিতে স্কয়ার ফ্যাশনস, ইউনিভার্সাল জিন্স, জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস, রিফাত গার্মেন্টস, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক জিন্স ও স্নোটেক্স আউটওয়্যার। চামড়া শিল্প ক্যাটাগরিতে বাটা সু কোম্পানি (বাংলাদেশ), অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, লালমাই ফুটওয়্যার। আরো রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও মেঘনাঘাট পাওয়ারের নাম।

অন্যান্য করদাতা পর্যায়ে ১২টি ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। এর মধ্যে ফার্ম ক্যাটাগরিতে রয়েছে মেসার্স এসএন করপোরেশন, মেসার্স ফখর উদ্দিন আলী আহমদ, মেসার্স মো. জামিল ইকবাল ও মেসার্স ছালেহ আহাম্মদ। স্থানীয় কর্তৃপক্ষ ক্যাটাগরিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ব্যক্তি সংঘ ক্যাটাগরিতে সেনাকল্যাণ সংস্থা, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। অন্যান্য ক্যাটাগরিতে আশা, ব্যুরো বাংলাদেশ, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন) ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: