শিরোনাম

South east bank ad

আবারো এনবিআর চেয়ারম্যান হলেন আবু হেনা মো. রহমাতুল মুনিম

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

আবারো এনবিআর চেয়ারম্যান হলেন আবু হেনা মো. রহমাতুল মুনিম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমের নিয়োগের মেয়াদ আবারো ২ বছর বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে তৃতীয়বারের মত চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এনবিআর) জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ এ মু’মেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের জানুয়ারির ১ তারিখে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুন মুনিম। সে সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব দায়িত্বরত ছিলেন। পরে একই বছর জানুয়ারির ৫ তারিখ এনবিআরের সাবেক  চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক মেয়াদের সময় শেষ হলে, তার স্থলাভিষিক্ত হন তিনি আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে ২০২০ সালের ৬ জানুয়ারি অবসর সুবিধা বাতিল করে দুই বছরের জন্য এনবিআরের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার। পরে ২০২২ সালে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সবশেষ আরো দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৬ জানুয়ারি ২০২৪ হতে পরবর্তী দুই বছর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: