বন্যার্তদের প্রায় এক কোটি টাকা দিলেন এনবিআর-সঞ্চয় অধিদপ্তরের কর্মচারীরা
দেশের পূর্বাঞ্চল ফেনীসহ আশেপাশের এলাকাতে বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ প্রায় এক কোটি টাকা দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর-সংস্থার কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ জনতাকে সহায়তা করার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর-সংস্থায় কর্মরত সব কর্মচারীরা তাদের একদিনের বেতন মোট ৯৮ লাখ ৯৪ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বন্যার্তদের জন্য দেওয়া অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।