ভ্যাট-কাস্টমসে বড় রদবদল
ভ্যাট ও কাস্টমস ক্যাডারের বড় ধরনের রদবদল করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার সন্ধ্যায় এক আদেশে জানানো হয়, সংস্থাটির ১৯ কমিশনারের দফতর বদল করা হয়েছে।
আদেশ বিশ্লেষণে দেখা যায়, সব বড় কাস্টমস হাউসের কমিশনারদের সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে।
বোর্ড কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মাঠ প্রশাসনে গতি ও রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এসব পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তারা।
ঢাকা কাস্টমস হাউস কমিশনারকে সরিয়ে ভ্যাট ট্রেনিং একাডেমিতে দেওয়া হয়েছে। তার সময়ে এয়ারপোর্টে সুরক্ষিত গুদাম থেকে প্রায় ৬১ কেজি স্বর্ণ লোপাট হয়।
আবদুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান পদে আসার পর এটিই বড় রদবদল। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এনবিআরে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।