ওমর ফারুক চৌধুরী এমপি তানোরে অসহায়দের প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালে ৫২টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহারসামগ্রী বিতরণ করেন রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালে সমাজের অসচ্ছল কেউ যাতে অভুক্ত না থাকে- তা দেখার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।