নাটোর-৪ এর এমপি আব্দুল কুদ্দুস অসুস্থ : রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া
অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একসময়ের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-৪(গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবীণ, বর্ষীয়ান ও কিংবদন্তী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তাঁর নির্বাচনী এলাকা বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলাসহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) পবিত্র জুম্মার নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে জেলার বিভিন্ন মসজিদে সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে বাদ আসর নাটোর সদর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংসদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী ফেসবুকে লিখেছেন- ‘চলনবিলের সিংহ পুরুষ সাবেক প্রতিমন্ত্রী, প্রবাদ প্রতিম রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল কুদ্দুছ এমপি চাচার দ্রুত আরোগ্য কামনা করছি।’ র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৪-মিরপুর) এর অধিনায়ক মোঃ মোজাম্মেল হক ফেসবুকে সাংসদের দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।
বাংলাদেশ কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি ও সাংসদ কন্যা এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। করোনার নমুনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের দোয়ায় ও মহান আল্লাহ’র রহমতে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে।
এছাড়া এমপি পুত্র আসিফ আবদুল্লাহ বীন কুদ্দুস শোভন মুঠোফোনে তার বাবার পূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।