অধ্যাপক আলী আশরাফ এমপি আইসিইউতে
বার্ধক্যজনিত কারণে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অধ্যাপক আলী আশরাফ বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন যাবত অসুস্থ। তিনি ডায়াবেটিস রোগেও ভুগছেন। গত শনিবার (১০ জুলাই) তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
মঙ্গলবার (১২ জুলাই) অধ্যাপক আলী আশরাফের ব্যক্তিগত সহকারী আব্দুল কুদ্দুস হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী আশরাফের অসুস্থতার কথা জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন আছেন।