জননেত্রীর শেখ হাসিনার নির্দেশে কর্মহীন মানুষের পাশে আছি: কাজী ইরাদত আলী
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৫হাজার হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
১৮ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় গোল্ডেশিয়া জুটমিলস এ আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী সদরও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভায় প্রথম প্রর্যায়ে সাড়ে ১১ হাজার প্যাকেট এবং ১হাজার মাস্ক বুঝিয়ে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলজ্জামান, এনএসআই ডিডি শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফজলুল হক আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
অসহায় মানুষের পাশে গত বছর থেকেই সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক মানুষ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, গতবছর করোনা মহামারী থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী অসহায় মানুষের পাশে আছেন। তার কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যা চেয়েছি তিনি সাথে সাথে দিয়েছেন। কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা ইউনিট চালু করতে পারছিলাম না লোকবল সংকটের কারনে। কাজী ইরাদত আলী সাহেব কে জানোর সাথে সাথে স্বেচ্ছাসেবক ও পরিছন্নকর্মী সহ ১০জনের দায়ীত্ব নিয়েছেন। তার সহযোগীতা সব সময়ই আমরা পেয়ে থাকি এবং আজকে তিনি যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, সত্যি তা প্রশংসার দাবি রাখে।