সালথায় আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিকুলের ত্রাণ বিতরণ
জাকির হোসেন (সালথা):
ঢাকা যাত্রাবাড়ি (ঢাকা মহানগর দক্ষিন) থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও গালফ লিফ্ট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ সাইফুজ্জামান পিকুল মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ্য অসহায় দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিকুলের অর্থায়নে শনিবার (২৪ জুলাই) বেলা ৩টায় সালথা উপজেলার সালথা গ্রামের বাড়িতে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (ইনছুর), বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ হিরু, সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।
ঢাকা শহীদ সোহরাওয়ার্দী কলেজেরে সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিকুল এর আগেও বিভিন্ন সময়ে অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে ত্রাণসহ নগদ অর্থ বিতরণ করেন। তার এই দানশীলতার কারণে তিনি আলোচনায় আসেন। ছাত্রজীবনে তিনি নারকেল বাড়িয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ত্রাণ বিতরণের সময় সাইফুজ্জামান পিকুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী করোনার অসময়ে অসহায় ও দুঃস্থ্যদের পাশে দাড়াতে বলেছেন, এরই আলোকে আমি ঢাকা ও আমার গ্রামের বাড়িতে ত্রাণ বিতরণ করলাম, আপনারা যারা সামর্থবাণ তারাও সাধ্যমত অসহায়দের পাশে দড়ান। করোনা কালিন সময়ে আমার এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।