শিরোনাম

South east bank ad

বিপিডব্লিউএন পটুয়াখালীর আয়োজনে নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিয়ম

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বিপিডব্লিউএন পটুয়াখালীর আয়োজনে নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিয়ম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ ২২ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) পটুয়াখালী কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ রোধ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার , অপহরণ, নারী নির্যাতন এবং মাদক প্রতিরোধে মাঠ পর্যায় কর্মরত নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,।

তিনি উপস্থিত সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার ব্যাপারে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। ইন্টারনেট ও সোশাল মিডিয়া ব্যবহারে সতর্কতাসহ অচেনা/অপরিচিত কোন ব্যক্তির পাঠানো কোন ওয়েব লিংকে প্রবেশ না করার পরামর্শ দেন। এছাড়াও তিনি আরো বলেন যে, হোয়্যাট্স অ্যাপ,ইমো,ভাইবার ব্যবহারের ক্ষেত্রে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড সাংকেতিক চিহ্ন দ্বারা কঠিন করতঃ ঘনঘন (প্রতি ০৩ মাসে অন্তত একবার) পরিবর্তন করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), পটুয়াখালীর, মোঃ জাহাঙ্গীর আলম, আরআই, পুলিশ লাইন্স, পটুয়াখালীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: