শিরোনাম

South east bank ad

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহের অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহের অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল সোমবার (১৯শে সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে দুপুর ১০.৩০ ঘটিকায় “মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার শিল্প এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তকারী কর্মকর্তাদের মুলতবি মামলাগুলোর তদন্ত অগ্রগতি ও মামলার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

মামলা তদন্তে গাফিলতি পরিলক্ষিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এছাড়া শিল্প এলাকায় বিটের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দেন।

এসময় জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, পুলিশ পরিদর্শকগণ, মামলা (সিআর ও জিআর) তদন্তকারী কর্মকর্তাগণ, বিটের দায়িত্ব কর্মকর্তাগণ, বিভিন্ন সেরেস্তা/দপ্তর ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: