৩০ গাঁজাসহ আটক ১

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টাস্কফোর্সের অভিযানে ৩০ কেজি গাঁজা একজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার শশই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মো. আবু বকর প্রকাশ আব্দুল্লাহ বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউপির কাশিনগর মধ্যপাড়া কুশাইহাটি এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন বিজয়নগরের ইউএনও এএইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং বিজয়নগর থানার সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার শশই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার কাছে থাকা প্লাস্টিকের ক্যারেট তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আবু বকর প্রকাশ আব্দুল্লাহ সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।