১৯তম ব্ল্যাক বেল্ট প্রদান করলো খিউকুশীন কারাতে বাংলাদেশ
খিউকুশীন কারাতে বাংলাদেশ শাখার উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম ব্ল্যাক বেল্ট প্রদান। একই সাথে বাংলাদেশে নব নিযুক্ত শাখা প্রধান সেন্সি আরিফুর রহমানকে জাপান থেকে আগত সার্টিফিকেট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের সম্মাননা তুলে দেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে বাংলাদেশ খিউকুশীন এর বিভিন্ন শাখার মোট ৮ জন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়। এছাড়াও সন্মাননা বেল্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুকে l
ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, কিয়োকুশিন কারাতে হতে পারে শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের অন্যতম একটি মাধ্যম। তিনি বলেন, বর্তমানে শিশুদের শরীর চর্চার চেয়ে ডিভাইসের প্রতি আসক্তি বেশি হবার কারণে অনেকেই নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া জরুরি ।