একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
টেস্ট অভিষেকের পর ১৩৬ ম্যাচ খেলে ফেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম মাঠে নামে বাংলাদেশ। নিজেদের দূর্গ খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। যদিও হার এড়াতে পারেনি অতিথিরা। আজ চতুর্থ দিন ১৩৮ রানের লক্ষ্যটা ভালোভাবেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
এটা বাংলাদেশের ১৭তম টেস্ট জয়। সর্বশেষ নয় টেস্টের মধ্যে আটটিতেই হেরে যাওয়া বাংলাদেশ অবশেষে জয়ের স্বাদ পেল। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এই প্রথম টেস্ট জিতল টাইগাররা।
তাইজুল ইসলামের ঘূর্ণি বলের মুখে আইরিশরা প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়। এরপর বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় অতিথি দলটি। লরকান টাকারের সেঞ্চুরি ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ৭২ রানে ভর করে দলটি ২৯২ রান তুলতে সমর্থ হয়। ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামা অতিথি দলটিকে ২৯২ রানে গুটিয়ে দেয়ার কারিগর পেসার এবাদত হোসেন। হুমকি হয়ে ওঠা ম্যাকব্রাইনকে বোল্ড করেন তিনি। আর গ্রাহাম হিউমকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই পেসার। তাইজুল ৯০ রানে চারটি ও এবাদত ২৭ রানে তিনটি উইকেট নেন।
ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানের মাথায় লিটন দাস (২৩) ও ৪৩ রানে নাজমুল হোসেন শান্তর (৪) উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দৃঢ়তা দেখিয়ে দলের সংগ্রহ একশ পার করান। তামিম ব্যক্তিগত ৩১ রান করে আউট হয়ে গেলে মুমিনুলকে নিয়ে বাকি রানগুলো তুলে নেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক। ৪৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মুমিনুল ২২ বলে ২০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের জয় ত্বরান্বিত করেন। মার্ক অ্যাডায়ার, ম্যাকব্রাইন ও বেন হোয়াইট একটি করে উইকেট নেন।