শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবলের লোগো উন্মোচন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে লোগো উন্মোচন করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ কমিটির প্রধান উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত। ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৩ মে। এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী।