উত্থানে সূচক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১০৯ কোটি টাকা।
বুধবার (৬ নভেম্বর) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৭২ দশমিক ৫০ পয়েন্টে ও ১ হাজার ১৯৮ দশমিক ৯৭ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৫ দশমিক ৫১ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯০টির কোম্পানির শেয়ারের, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ৩০ পয়েন্টে ও ৯ হাজার ৭৬ দশমিক ২৩ পয়েন্টে।