সাপ্তাহে ৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৩ শতাংশ কমেছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৩ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ১৫ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৩৫৫ পয়েন্ট।
এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৮৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৮৭টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দর। এছাড়া লেনদেন হয়নি ৩১টির।
গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ব্র্যাক ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে মোট ২ হাজার ৩২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৭৭০ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ৯ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এছাড়া ৯ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর বস্ত্র খাতের দখলে ছিল ৮ দশমিক ৭ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ইতিবাচক রিটার্ন এসেছে শুধু সেবা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে। এ দুই খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে দশমিক ৫ ও দশমিক ৪। অন্যদিকে আলোচ্য সপ্তাহে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল ভ্রমণ, কাগজ ও মিউচুয়াল ফান্ড খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে ৮ দশমিক ৫, ৫ দশমিক ৫ ও ৩ দশমিক ৫ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৯ শতাংশ কমে ১৪ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৮৮০ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ২ শতাংশ কমে ৮ হাজার ৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৬৩ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৭০ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত ছিল ১৬টির বাজারদর।