সরদার আকতার হামিদ ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক
সরদার আকতার হামিদ ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং-এ স্নাতকোত্তর করার পর হামিদ ১৯৯৫ সালে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীতে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড-এ যোগ দেন। ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে রিটেইল ব্যাংকিং প্রধান হিসাবে কাজ করেন। হামিদ বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি এবং চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ।
ব্যাংক এশিয়ায় তিনি অন্যান্য ক্ষেত্রসহ দেশের অন্যতম সর্ববৃহৎ এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে কৌশলগত সম্পর্ক বিস্তারে কাজ করছেন। আকতার হামিদ পোষ্ট অফিসের সাথে কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণার বিকাশে অগ্রনী ভূমিকা পালন করেন।