এশিয়াটিকের চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান নূর ও কো-চেয়ারম্যান সারা যাকের
দেশের অন্যতম বিপণন, যোগাযোগ ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর এবং গ্রুপটির নতুন কো-চেয়ারম্যান হয়েছেন সারা যাকের। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গ্রুপের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা বলবৎ করা হয়।
এর আগে তারা যথাক্রমে ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, ‘এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এমন সুবর্ণ অতীত এবং অসীম সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া আমার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের জন্য আমার ওপর যারা আস্থা রেখেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, শ্রদ্ধেয় আলী যাকেরের রেখে যাওয়া দিক নির্দেশনাকে আমরা আরও ফলপ্রসূ করতে সক্ষম হবো। ’
সারা যাকের বলেন, ‘দেশের যোগাযোগমাধ্যম খাতে এশিয়াটিক থ্রিসিক্সটি বিভিন্ন উল্লেখযোগ্য কাজ এবং দায়িত্বশীল কর্মপরিধির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৫০ বছরের অধিক সময়ের যাত্রায় আমাদের অর্জন আমাদের নিজেদের জন্যই নতুন মাপকাঠি তৈরি করেছে, যা কেবল ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমেই উত্তরণ সম্ভব। এই যাত্রায় যারা আমাদের অংশীদার হয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন কো-চেয়ারম্যান হিসেবে সামনের দিনগুলোতে আমি সবার কাছ থেকে একই রকম সহযোগিতা কামনা করছি। ’
নতুন চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান ব্যবসায়িক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।