South east bank ad

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের বি‌শেষ সনদ প্রাপ্তি

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের বি‌শেষ সনদ প্রাপ্তি

গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে UNAMID মিশনে বাংলাদেশ পুলিশের ৩ জন সদস্যকে মিশনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতি সনদ প্রদান করা হয়। মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ডঃ সুলতান আজম তিমুরি এর অফিসে ব্যানএফপিইউ এর উক্ত পুলিশ অফিসারদের এই সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বের ৩৬টি পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রির সদস্যদের মধ্য থেকে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম "Officer of the Month" নির্বাচিত হন। উ‌ল্লিাখত সম‌য়কা‌লে তিনি উত্তর দারফুরে নানা মানবিক কাজ পরিচালনার ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় এই সার্টিফিকেট এওয়ার্ড পান। এছাড়া "Certificate of Appreciation" ক্যাটাগরিতে এডমিন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী এবং "Certificate of Commendation" ক্যাটাগরিতে অপা‌রেশন্স অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া সার্টিফিকেট এওয়ার্ড প্রাপ্ত হন।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: