জনসংযোগে তিন দশক : এক অনন্য রেকর্ড গড়লেন মির্জা ইয়াহিয়া
মির্জা গোলাম ইয়াহিয়া। সিটি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান। এ মুহূর্তে ব্যাংকিং সেক্টরের জনসংযোগে সবচেয়ে প্রবীণ, সফল ও প্রিয় মুখ। আজ এই মানুষটির তিন দশক পূর্ণ হচ্ছে একই ব্যাংকের একই বিভাগে।
জনসংযোগের মত স্পর্শকাতর বিভাগে একটানা তিন দশক সুনামের সাথে, দাপটের সাথে, আস্থার সাথে যেভাবে তিনি দায়িত্ব পালন করে চলেছেন তা সকল জনসংযোগবিদের জন্য অনন্য এক দৃষ্টান্ত। এই বিরল রেকর্ড গড়ার জন্য বাংলাদেশ জনসংযোগ সমিতির পক্ষ হতে মির্জা ইয়াহিয়াকে শুভেচ্ছা জানাানো হয়।
সমিতির পক্ষ থেকে আরো উল্লেখ করা হয়, মির্জা ইয়াহিয়ার এই অনন্য রেকর্ড ব্যাংকিং সেক্টরের কেউ ভাঙতে পারবে কিনা জানিনা, তবে তিনি আমাদের জন্য অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবেন, তরুণদের জন্য পথ প্রদর্শক।
দীর্ঘজীবী হোন। সুস্থ থাকুন।