আইসিএবির নতুন সিওও মাহবুব আহমেদ সিদ্দিক
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হলেন মাহবুব আহমেদ সিদ্দিক এফএসিএ। ১ ডিসেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে। এ পদে নিয়োগের আগে তিনি গত ২৭ সেপ্টেম্বর থেকে আইসিএবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব ছাড়াও ৩০ নভেম্বর পর্যন্ত তিনি ডিরেক্টর টেকনিক্যাল হিসেবেও দায়িত্ব পালন করেন।
মাহবুব আহমেদ সিদ্দিক ২০০৮ সালে আইসিএবিতে যোগ দেন। এছাড়া তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালে সাফার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি মনোনীত হন। এর বাইরে তিনি সাফা ফাউন্ডেশনে আইসিএবির মনোনীত পরিচালক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ওয়ার্ল্ডওয়াইডের মার্কেটিং পরিচালক। —বিজ্ঞপ্তি