রিয়েলমি কিনে ১ম পুরষ্কার পেলেন ওয়ারির মোঃ তানভীর হক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নিউ ইয়ার ক্যাম্পেইনে রিয়েলমি স্মার্টফোন (GT Series) কিনে ২,০২,২০০ টাকার ১ম পুরষ্কার জিতে নিয়েছেন রাজধানীর ওয়ারির মোঃ তানভীর হক।
রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব টিম শাও এবং ব্র্যান্ডটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পুরষ্কারের অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, রিয়েলমি নিউ ইয়ার ক্যাম্পেইনটি চলে ১-৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। এছাড়াও ফেব্রুয়ারি মাসে রিয়েলমি ২য় বর্ষ উপলক্ষে রিয়েলমি ফোন কিনে বাইক সহ হাজারো পুরষ্কার ও ক্যাশব্যাক জিতার সুযোগ।