শিরোনাম

South east bank ad

রবির নতুন সিইও রাজীব শেঠি

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

রবির নতুন সিইও রাজীব শেঠি

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোবাইল ফোন অপারেটর রবিতে যোগ দিয়েছেন রাজীব শেঠি। এক বিবৃতিতে তাকে স্বাগত জানিয়েছেন আজিয়াটা গ্রুপ বারহাদের যৌথ ভারপ্রাপ্ত গ্রুপ সিইও হানস বিজয়াসুরিয়া ও বিবেক সুদ।

বিবৃতিতে বলা হয়, ফোরজি সেবা ও ডিজিটাল উদ্ভাবনের দিক থেকে বর্তমানে অগ্রণী অবস্থানে থাকা রবি পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত। এমন সময় রবিতে রাজীবের মতো বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্ব পেয়ে আমরা আনন্দিত।

নতুন দায়িত্ব প্রসঙ্গে রাজীব শেঠি বলেন, টিম রবির সহায়তায় আগামী দিনে বাজারে নিজেদের অবস্থান আরো সৃদৃঢ় করতে পারব বলে আমার বিশ্বাস।

এর আগে রবির সিইও পদে দায়িত্ব পালন করেছিলেন মাহতাব উদ্দিন আহমেদ। গত বছর তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত সিইও হিসেবে ছিলেন এম রিয়াজ রশীদ। এখন থেকে চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে নিজস্ব ভূমিকা পালন করবেন রিয়াজ রশীদ।

রাজীব শেঠি লখনৌয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড অপারেশনসে এমবিএ করেছেন। তিনি ভোডাফোন, এইচপি, হাচিসন টেলিকম ও এশিয়া পেইন্টসের মতো কোম্পানিতে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ মিয়ানমারের শীর্ষ অপারেটর উরিডুর সিইও ছিলেন রাজীব শেঠি। এর আগে এয়ারটেল আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে গ্রামীণ ফোনের সিইও হয়ে প্রথম বাংলাদেশে আসেন তিনি।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: