ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ
মোঃ রাজু খান (ঝালকাঠি):
করোনায় শ্রমিক সংকটে দিশেহারা এক কৃষকের পঁাচ কাঠা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের জমির ধান কাটেন তাঁরা।
কৃষক হানিফ মল্লিক জানান, করোনায় ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে মাহাবুব রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা মীম, মারজান ও মো. আলিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একদলকর্মী কৃষকের মাঠে গিয়ে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটে। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগকর্মীরা।
ছাত্রলীগকর্মী মাহবুব রহমান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় খুশি কৃষক হানিফ মল্লিক। তিনি ছাত্রলীগের এ ধরণের কর্মকান্ডের প্রশংসা করেন।