South east bank ad

মহান মে দিবসে শ্রমিক সংকটে থাকা ঝালকাঠির কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ

 প্রকাশ: ০১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মহান মে দিবসে শ্রমিক সংকটে থাকা ঝালকাঠির কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ

মোঃ রাজু খান (ঝালকাঠি):

করোনা মহামারিতে শ্রমিক সংকটে দিশেহারা ঝালকাঠির এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান মহান মে দিবসে কেটে আঁটি বেঁধে মারাই করে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের জমির ধান কাটেন তাঁরা।

কৃষক সাইফুল তালুকদার জানান, ক্ষেতের বোরো ধান পেকে ক্ষেতেই পরে ছিল। তীব্র গরম ও প্রখর রোদের তাপে শ্রমিকরা ধান কাটায় অপারগতা প্রকাশ করছিল। এদিকে করোনা ও লকডাউনের কারনে কৃষকের দুশ্চিন্তা আরো বেরে যাচ্ছিল। ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা। বাড়িতে মেশিনের মাধ্যমে সেই ধান মারাই করেও দেন যুবলীগ নেতাকর্মীরা। দুই বিঘা জমির ধান কাটার জন্য প্রায় ১০ হাজার টাকার উপকার হয়েছে বলে জানিয়েছেন কৃষক সাইফুল তালুকদার।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। মহান মে দিবসে যুবলীগের নেতাকর্মীরা শ্রমিকের কাজ করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। ঝালকাঠি জেলা যদি কোন কৃষক ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে ভোগেন, যুবলীগ সেই কৃষকের পাশে দঁাড়াবে বলেও জানান তিনি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: