দুর্গাপুরে শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নেত্রকোনার দুর্গাপুরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ৯ বছরের মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী’কে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের বুরুঙ্গা এলাকায় চালকুমড়া ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।
শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত ধর্ষক পৌর শহরের মার্কাজ এলাকার বাসিন্দা শামছুল মিয়া(৫৫)বলে জানিয়েছে শিশুটি।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ঐদিন বিকেলে মাদ্রাসা থেকে ফিরে মাঠেই খেলাধুলা করছিলো এমন সময় পার্শ্ববর্তী মার্কাজ মোর এলাকার সামছুল মিয়া নামের এক ব্যাক্তি শিশুটিকে ডেকে বলে, তার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তোকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে।
এ কথা শুনে শিশুটি সামছুল এর সাথে গেলে কুমড়া ক্ষেতে নিয়ে যায় সামছুল কিন্তু সেখানে বাবাকে না পেলে শিশুটি বাড়ি ফিরে আসতে চাইলে তাকে আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি কান্না শুরু করলে থাকে শারীরিক নির্যাতন শুরু করে।
শিশুটির মা বলেন, ঐদিন সন্ধ্যা হয়েগেলেও মেয়ে বাড়ি না ফিরলে খুঁজতে বের হই। পরে খোজাখুজি করে মাদ্রাসার কাছাকাছি গেলে দেখতে পায় তার মেয়ে কান্না করে বাড়ি ফিরছে।
তখন তাকে জিজ্ঞেস করলে ভয়ে কিছুই কথাই বলতে পারছিলো না। এরপর বাড়িতে এনে জিজ্ঞেস করলে সব কিছু বলতে থাকে আর ভয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়।
এরপর মেয়েকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসি। এদিকে খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল মাহমুদা শারমীন নেলী হাসপাতালে গিয়ে ধর্ষীত শিশুটির খোজ খবর নেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ভার:) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ্ঐ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শামছুল মিয়া কে আটক করা হয়েছে। ইতোমধ্যে অভিযোগ পেয়েছি এ নিয়ে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।