সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বৃহস্পতিবার (১০মার্চ) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় সদর দপ্তরের বহুতল ভবনের নিচ তলার সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মার্চ/২০২২ খ্রীঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে রেঞ্জাধীন জেলা সমূহের অপরাধ সংক্রান্ত সকল বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, এসএমপি, র্যাব, হাইওয়ে, রেলওয়ে, নৌ, সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পরিবেশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এপিবিএনসহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের অফিস প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম- পুলিশ এর বিভিন্ন ইউনিট হতে আসা পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি প্রতিরোধ করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিট পুলিশিং সংক্রান্ত অপারেশনাল ম্যাপ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।