ব্র্যাক'র ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই এর শুভ উদ্বোধন
শরিফা বেগম শিউলী, (রংপুর):
একটি কর্মদক্ষ যুব সমাজ তৈরির লক্ষ্যেকে সামনে রেখে চাকরি প্রত্যাশীদের দক্ষতা এবং আকাঙ্খার মাঝে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক।
আজ শনিবার (১২ মার্চ) দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক উৎসব মূখর অনুষ্ঠানের মাধ্যমে হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর শুভ উদ্বোধন করা হয়।
দেশের যুব সমাজের কর্মদক্ষতা বৃদ্ধি করতে ব্র্যাক তরুনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কোভিড-১৯ সহ বিভিন্ন দুর্যোগে কাজ করে যাচ্ছে ব্র্যাক।
ক্যারিয়ার হাবের লক্ষ্যে ও উদ্যেশ্য বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে রংপুরের বিশ্ববিদ্যালয়সহ সকল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের স্থানীয় ও জাতীয় চাকরী দাতাদের কাছে তুলে ধরে ব্র্যাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর চৌধুরী, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, এবং মাইগ্রেশন কর্মসূচীর ডিরেক্টর সাফী রহমান খান, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর ইনচার্জ তাসমিয় তাবাসসুম রহমান এবং ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান আক্তারুদ্দিন মাহমুদ, ব্র্যাক আড়ং মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার জোহাদ আহমেদ ও ইউনিলিভারের এরিয়া ম্যানেজার জিয়াউর রহমানসহ প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রায় একহাজারের অধীক শিক্ষার্থী এবং ব্র্যাকে কর্মকর্তা কর্মচারী ও এলাকার গুনিজন। আলোচনা উদ্বোধন শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।