মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
 
                                                                                                গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত হয়েছে। এসময় আরও ১ বন্ধু গুরুতর আহত হযেছে। গত (১১ মার্চ) শুক্রবার গভীর রাতে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২২) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইমরান হোসেন (২২)। তারা এবার এইচ এস সি পাস করেছে। আহত আসিফ হোসেন (২২) ডুমুরখালী গ্রামের আব্দুল আলিমের ছেলে। আসিফ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আসিফ দুই বন্ধু শাওন ও ইমরানকে নিয়ে মোটরসাইকেল যোগে খেদাপাড়ায় তার বোনের বাড়ি বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে তিন বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে খেদাপাড়ার বসন্তপুর তেথলি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সড়কের পাশে মেহেগনি গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলে মারা যায় শাওন ও ইমরান। আর গুরুতর আহত হয় আসিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করে। এদিকে, শাওন ও ইমরানের মৃত্যুর ঘটনায় কিসমত চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও এক বন্ধু আহতের ঘটনা নিশ্চিত করেছেন খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এ এসআই ছদরুল আলম।
গতকাল শনিবার (১২ মার্চ) দুপুরে তিনি জানান, আসিফের বোনের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য দুই মোটরসাইকেলে ৫ বন্ধু গিয়েছিলো। আগের মোটরসাইকেলে ছিলো নয়ন ও রনি। আর পিছনের মোটরসাইকেলে ছিলো আসিফ,শাওন ও ইমরান।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                