আওতা বৃদ্ধিসহ কর প্রদান সহজীকরণ ও অটোমেশন পদ্ধতি চালু করা হবে

মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিয়ম সভা আজ (১৩ মার্চ) রোববার দুপুরে স্থানীয় জেলা পরিষদ সম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভার প্রধান অতিথি অম্ভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন দেশের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে কর প্রদান সহজীকরণ ও অটোমেশন পদ্ধতি চালু করার পাশাপাশি করের আওতা আরো বৃদ্ধি করা হবে। সেই সাথে সহনীয় মাত্রায় কর আরোপের ব্যাপারেও চেষ্টা চলছে।
ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরসহ ৫ জেলার ব্যবসায়ী নেতৃবেন্দর সাথে এই মতবিনিময় অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম বলেন ভ্যাট ও ট্যাক্স আইন সহজীকরণ এবং উভয় করের হার কমাতে হবে।
কর প্রদানে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারলে কর প্রদানে আরো বেশি মানুষ উ’ৎসাহিত হবেন। তিনি পাঠ্য পুস্তকের অষ্টত শ্রেণী থেকে দ্বাদাশ শ্রেণী পর্যন্ত ট্যাক্স ও ভ্যাট আইনের প্রয়োজনীয়তা বিষয়ে পাঠ্য পুস্তকে অর্ন্তভূক্ত করার জন্য অনুরোধ করেন।
কর প্রদান ভীতি দূর করে করপ্রদান সহজীকরণ সহ ব্যবসায়ীদের নানা স্বার্থ রক্ষার মাধ্যমে করের আওতা বৃদ্ধি মাধ্যমে আরো অধিক পরিমাণে কর আদায়ের নানা প্রস্তাবনা তুলে ধরেন আমিনুল হক শামীম।
ময়মনসিংহ বিভাগের স্থল বন্দরগুলোর সাথে ভারতের বাণিজ্য বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত প্রতিষ্ঠা করা, পর্যটন খাতের উন্নয়ন, কৃষির সার্বিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিকরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কর্মমূখি শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সর্বাধুনিক ও মানসম্মত নানা রোগের বিশেষায়িত হাসপাতাল স্থাপন, ময়মনসিংহ শহর থেকে রেল লাইন স্থানান্তর, ঢাকা-জামালপুর পর্যন্ত ডাবল ও ডুয়েলগেজ রেললাইন স্থাপন করে দ্রুত গতির ট্রেন সার্ভিস চালুসহ উন্নত সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ময়মনসিংহ চেম্বার সভাপতি মোঃ আমিনুল হক শামীম উপস্থাপিত একটি চমৎকার বক্তব্যকে স্বাগত জানিয়ে এনবিআর চেয়ারম্যান ওইসব যোক্তিক প্রস্তাবনা ও দাবীসমূহ বাস্তবায়নে ইতিবাচক সম্পতি জ্ঞাপন করেন।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা’র সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন এনবিআর সদস্য (করনীতি) শামস উদ্দিন আহমেদ, ময়মনসিংহ ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, জামালপুর চেম্বারের রেজাউল করিম, কিশোরগঞ্জ চেম্বারের মজিবুর রহমান, নেতকোণা চেম্বারের রঞ্জিত কুমার ও শেরপুর চেম্বারের মোঃ মাসুদ প্রমূখ।