রংপুরে দুস্থ রোগিদের পাশে দাঁড়াল সেনা বিশেষজ্ঞ চিকিৎসক দল
সীমান্ত সাথী, (রংপুর)
রংপুরের বদরগঞ্জে অসহায় গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।
গতকাল সোমবার (২৮ মার্চ) সকালের দিকে ওই কার্যক্রমের আওতায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমাণ্ডার (জিওসি) মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান। এসময় তিনি চিকিৎসক রোগি ও অভিভাবকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২২ মার্চ থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ও বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে অসহায় গরীব ও দুস্থ রোগিদের চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়।
একই সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত ৮জন রোগির অপারেশন করা হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ পর্যন্ত হাসপাতালের বর্হিবিভাগ ও অন্ত বিভাগের ৮৫০ জন রোগির ব্যবস্থাপত্র ও বিনামুল্যে ঔষধ সরবরাহ করেন সেনাবাহিনীর সদস্যরা।
প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩০০ রোগির বিনামুল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হচ্ছে। এসময় বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের মেডিকেল কোরের ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন (এএমসি) উপস্থিত ছিলেন।
এছাড়াও বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকির মুবাশ্বির উপস্থিত ছিলেন। ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত¡াবধানে সেনাবাহিনীর একদল চৌকষ সদস্য ওই মেডিকেল ক্যাম্পে নিবিড়ভাবে কাজ করছেন।
হাসপাতাল ক্যাম্প পরির্দশনের সময় জিওসি মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান রোগি ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগির সঙ্গেও কথা বলেন। পরে তিনি চিকিৎসকদলের সদস্যদের মানবসেবায় নিবিড়ভাবে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশ দেন।
মানবসেবায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন উদ্যোগে প্রত্যন্ত এলাকায় গরীব ও অসহায় রোগির স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।